নিরাপদ সড়ক দিবসে সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা ও হেলমেট বিতরণ

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ৮:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা ও হেলমেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকালে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনেয়ার পারভেজ, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, ট্রাফিক পুলিশের পরিদর্শক শাহাবুদ্দিন মোল্লা এবং সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার জয়ন্ত সরকার প্রমুখ।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি জরুরি। মোবাইল ফোনে কথা বলা, ক্লান্ত বা অসুস্থ অবস্থায় কিংবা নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, স্থানীয়ভাবে চালক ও হেলপারদের প্রশিক্ষণের মাধ্যমে সড়ক নিরাপত্তা জোরদার করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
এসময় বক্তারা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক আন্দোলনের প্রশংসা করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষে ১০ জন চালকের মধ্যে হেলমেট বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক।
১১০ বার পড়া হয়েছে