সর্বশেষ

সারাদেশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৫:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ধলেশ্বরী সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইমন ভূঁইয়া (২৬) ও সামিউল ইসলাম (২৭)। ইমন সিরাজদিখানের ঘন শ্যামপুর এলাকার সেন্টু ভূঁইয়ার ছেলে এবং সামিউলের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের ভৌড়াহাটি গ্রামে।

হাসাড়া হাইওয়ে থানার সূত্রে জানা গেছে, রাতে একটি মোটরসাইকেলে করে মাওয়ার দিকে যাচ্ছিলেন ইমন ও সামিউল। পথে ধলেশ্বরী সেতুর ওপর সার্ভিস লেনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান দুই বন্ধু।

হাসাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মালেক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে পরিচয় শনাক্ত করে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট গাড়িটি শনাক্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন