জাতীয়
মিরপুর রূপনগর এলাকায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে ১৪ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিরপুরে আগুনে নিহত ১৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৩:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মিরপুর রূপনগর এলাকায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে ১৪ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার রাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গ থেকে মরদেহগুলো ক্রমান্বয়ে নিহতের স্বজনদের কাছে তুলে দেওয়া হয়।
নিহতদের মরদেহ শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ সময় ১৪ জন নিহতের পরিবারের সদস্যরা মর্গে উপস্থিত ছিলেন। বাকি মরদেহগুলোও পর্যায়ক্রমে পরিবারের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি নিহত পরিবারের জন্য দাফনের সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা অর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।
গুরুত্বপূর্ণ স্মরণীয় বিষয়, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার একটি গার্মেন্টস এবং কেমিক্যাল গোডাউনে এই ভয়াবহ আগুনের ঘটনা ঘটে, যার ফলে ১৬ জনের প্রাণহানি ঘটে।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর