সর্বশেষ

রাজনীতি

শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করতে চায় এনসিপি, বিকল্প মানছে না দলটি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ৮:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শাপলা প্রতীক নিয়েই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকল্প কোনো প্রতীক গ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দলটি।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে বৈঠক শেষে এমন ঘোষণা দেন এনসিপি নেতারা।

ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন,“আমরা এখনও আশাবাদী, শাপলা প্রতীক আমাদেরই দেওয়া হবে। এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচন করবে—এটা চূড়ান্ত সিদ্ধান্ত। এর কোনো বিকল্প নেই।”

তিনি আরও অভিযোগ করেন,“বর্তমান নির্বাচন কমিশন আগের মতোই স্বৈরাচারী কায়দায় চলছে। তারা কারও রিমোট কন্ট্রোলে পরিচালিত হচ্ছে।”

বৈঠকে অংশ নেওয়া এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন,“নির্বাচন কমিশন শাপলা প্রতীক ঘিরে এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছে। এটি জনগণের প্রতীক, এবং জনগণের হাতেই তা ফিরিয়ে দিতে হবে।”
ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন আদৌ হবে কি না—সে বিষয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন,“জাতীয় নিরাপত্তা ঝুঁকির মধ্যে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”

তিনি আরও অভিযোগ করেন,“নির্বাচন কমিশনকে কোনো ব্যক্তির পারিবারিক সম্পত্তির মতো ব্যবহার করা যাবে না। এটি জনগণের প্রতিষ্ঠান।”

নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ইসি এনসিপিকে ৫০টি প্রতীকের একটি তালিকা থেকে পছন্দনীয় প্রতীক বাছাইয়ের সুযোগ দেয়। তবে দলটি জানিয়ে দিয়েছে—শাপলা ছাড়া তারা অন্য কোনো প্রতীক গ্রহণ করবে না।

এনসিপির প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী প্রতীক বাছাইয়ের শেষ দিন আজ (রবিবার)। নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক চূড়ান্ত না করলে কমিশন নিজ সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক বরাদ্দ দেবে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন