সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরদীতে পারমাণবিক প্রকল্পের দোভাষীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ৬:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আনোয়ার আহমেদ (৫২)। তিনি চট্টগ্রামের পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুল খালেকের ছেলে। আনোয়ার রাশিয়ান কোম্পানি ‘নিকিমথ’-এ দীর্ঘ আট বছর ধরে দোভাষী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে আনোয়ার আহমেদ দশ দিনের ছুটিতে স্ত্রীসহ নিজ বাড়ি চট্টগ্রাম যান। ছুটি শেষে শনিবার বিকেলে স্ত্রীকে চট্টগ্রামে রেখে একাই ঈশ্বরদীর বাসায় ফেরেন। তবে রাত হয়ে গেলেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় উদ্বিগ্ন হয়ে স্ত্রী রিপা পাশের বাড়ির গৃহবধূ সাবিনা ইয়াসমিনকে খোঁজ নিতে বলেন।

পরে সাবিনা আনোয়ারের ঘরে গিয়ে তাকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার হাতে ছিল ঘর মোছার কাপড়। বিষয়টি দ্রুত প্রতিবেশীদের জানানো হলে তারা পুলিশে খবর দেয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনোয়ার আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মরদেহটি সুরতহাল শেষে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন