সর্বশেষ

সারাদেশ

লোহাগড়ায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ৫:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার হলদা গ্রামের একটি খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) রাতে খালের কচুরিপানার ভেতর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের একটি খালে ভেসে থাকা কচুরিপানার মধ্য থেকে স্থানীয় লোকজন একটি কঙ্কাল দেখতে পান। বিষয়টি দ্রুত লোহাগড়া থানা পুলিশকে জানানো হলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই কঙ্কালটি উদ্ধার করে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম রোববার (১৯ অক্টোবর) সকালে বলেন, “হলদা গ্রামের একটি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আমরা কঙ্কালটির পরিচয় শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো যাবে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন