রাত ৯টা থেকে বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু

রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ২:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, শনিবার রাত ৯টা থেকে বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং প্রথম ফ্লাইট ৯টা ৬ মিনিটে নিরাপদে অবতরণ করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় সাংবাদিকদের ধৈর্য ও সহানুভূতির সঙ্গে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
শনিবার (১৮ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় তিনি বলেন, "এই দুর্যোগপূর্ণ সময়ে ধৈর্য সহকারে আমাদের পাশে থাকার জন্য সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই। কাজের ব্যস্ততার কারণে অনেকের ফোন রিসিভ করতে পারিনি, দুঃখিত। তবে আল্লাহর অশেষ রহমতে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।"
"আপনারা আমাদের পাশে আছেন—এই প্রত্যাশা রাখি। ইনশাআল্লাহ, আমরা যাত্রীসেবাসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক করতে দ্রুততম সময়ের মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি," বলেন নির্বাহী পরিচালক।
এর আগে বিমানবন্দরের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে।
১১৫ বার পড়া হয়েছে