সর্বশেষ

সারাদেশ

সরাইলে দুই গ্রামের সংঘর্ষে আটক ১৫ জনকে সাজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৮:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের মধ্যে রাতের আঁধারে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় আটক ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতের এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন অভিযান পরিচালনা করে আটক ব্যক্তিদের তিন থেকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের কয়েকজন যুবক ছোট দেওয়ানপাড়া এলাকার একটি পুকুরে গোসল করতে গেলে সেখানকার কিছু যুবকের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। এর জের ধরেই রাতে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে টর্চ লাইটের আলো ব্যবহার করে উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়।

ঘটনার সময় পুরো এলাকা আতঙ্কের ছায়ায় ঢাকা পড়ে। রাতভর চলা সংঘর্ষে বহু মানুষ আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১৫ জনকে আটক করে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, "সংঘর্ষে জড়িত ১৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, তবে নতুন করে কোনো সংঘর্ষ যেন না ঘটে, সে লক্ষ্যে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন