সর্বশেষ

খেলা

বিমান হামলায় আফগান ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ বর্জন

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৪:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক উত্তেজনার মাঝেই ফের উত্তপ্ত হলো পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, যেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন।

নিহতদের মধ্যে তিনজন আফগান ক্রিকেটার ছিলেন বলে নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ঘটনার পরই আফগানিস্তান আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। সিরিজটি পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অংশগ্রহণকারী দলগুলো ছিল পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, পাকতিকার রাজধানী শারানা শহরে একটি স্থানীয় প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে বিমান হামলায় প্রাণ হারান তিনজন তরুণ ক্রিকেটার। বোর্ড একে “ক্রীড়া কমিউনিটির জন্য অপূরণীয় ক্ষতি” বলে উল্লেখ করেছে।

তাদের মৃত্যুর প্রতি সম্মান জানিয়ে এবং দেশের সার্বভৌমত্বে এই হামলার প্রতিবাদ জানিয়ে আফগান বোর্ড সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে বলে জানায়।

এই সিরিজে অংশগ্রহণের মাধ্যমে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলত আফগানিস্তান দল। এর আগে তারা এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে পাকিস্তানে সফর করলেও পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি।

গত কয়েক সপ্তাহ ধরেই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। বিমান হামলা ও সীমান্ত সংঘর্ষে এখন পর্যন্ত বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এ অবস্থায় কূটনৈতিক ও ক্রীড়াঙ্গন— উভয় ক্ষেত্রেই দুই দেশের সম্পর্কে বড় ধরনের প্রভাব পড়েছে।

এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন