শ্রীলঙ্কা ভ্রমণে ‘ইটিএ’ বাধ্যতামূলক, অন-অ্যারাইভাল ভিসা বাতিল

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ৫:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
শ্রীলঙ্কা ভ্রমণে যেতে এখন থেকে আগাম ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ (ইটিএ) নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।
আজ বুধবার (১৫ অক্টোবর) থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।
এতদিন পর্যন্ত বাংলাদেশসহ বিভিন্ন দেশের পর্যটকরা শ্রীলঙ্কার বিমানবন্দরে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা গ্রহণ করতে পারতেন। নির্দিষ্ট ফি দিয়ে সেখানে তাৎক্ষণিকভাবে ভিসা পাওয়া যেত। তবে নতুন নিয়ম অনুযায়ী, যাত্রার আগে ইটিএ না নিলে শ্রীলঙ্কায় প্রবেশে জটিলতা দেখা দিতে পারে, এমনকি ফেরত পাঠানোর ঘটনাও ঘটতে পারে।
ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন জানিয়েছে, শ্রীলঙ্কার ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন বিভাগের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশসহ বেশ কিছু দেশের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।
নতুন নিয়মে ইটিএ সংগ্রহের দুটি উপায় রয়েছে।
১. শ্রীলঙ্কা সরকারের নির্ধারিত ওয়েবসাইট eta.gov.lk/slvisa থেকে অনলাইনে আবেদন করে ইটিএ নেওয়া।
২. সংশ্লিষ্ট দেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশনের মাধ্যমে ভিসা আবেদন জমা দেওয়া।
ইটিএ সাধারণত ৩০ দিনের জন্য বৈধ থাকে এবং এটি পর্যটন, ব্যবসায়িক সফর বা ট্রানজিট যাত্রার জন্য ব্যবহারযোগ্য।
শ্রীলঙ্কা সরকার ভ্রমণকারীদের যাত্রার পূর্বেই ইটিএ সংগ্রহ করার অনুরোধ জানিয়েছে, যাতে বিমানবন্দরে কোনো বিড়ম্বনায় না পড়তে হয়।
১১০ বার পড়া হয়েছে