সর্বশেষ

জাতীয়

মিরপুরে আগুন: এখনও বের হচ্ছে ধোঁয়া, নিয়ন্ত্রণে আসেনি পুরোপুরি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ৬:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মিরপুর শিয়ালবাড়ি এলাকার একটি কেমিক্যাল ও গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ২১ ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নেভানো যায়নি আগুন।

এখনও ভবন থেকে বের হচ্ছে ধোঁয়া, বাতাসে ভাসছে কেমিক্যালের তীব্র বিষাক্ত গন্ধ। এতে আশপাশের ভবনগুলোর অন্তত ৫০ জন বাসিন্দা ও শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।

বুধবার সকাল থেকে ওই এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের অফিস ও কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষ করে রাইজিং গ্রুপসহ বেশ কয়েকটি পোশাক কারখানার কর্মীরা কেমিক্যালের ধোঁয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট, বমি ও চোখে জ্বালাপোড়ার সমস্যায় ভুগছেন। অসুস্থদের মধ্যে অনেককে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আগুন লাগার ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে, রূপনগর এলাকায় অবস্থিত শাহ আলম কেমিক্যালের একটি গুদামে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৭ জন নারী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত পরিচয় শনাক্তে মরদেহগুলোকে রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং ডিএনএ পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল এখনও ঘটনাস্থলে কাজ করছে। আগুনের সূত্রপাত ও বিস্তার সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন