সর্বশেষ

জাতীয়

মিরপুরের অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে যাবে বুয়েটের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। আগুন লাগার ঘটনাটি ঘটে একটি পোশাক কারখানা ও ‘কসমিক ফার্মা’ নামে একটি কেমিক্যাল গোডাউনে।

ঘটনাস্থলের নিরাপত্তা ও কেমিক্যালের প্রকৃতি নির্ণয়ে আজ বুধবার (১৫ অক্টোবর) বুয়েটের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি জানান, “ঘটনাস্থল থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে, যেগুলোর আগুন নিয়ন্ত্রণে আনতে বাড়তি সতর্কতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “কেমিক্যালের আগুন সাধারণ আগুনের মতো নয়। এটি দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা করলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। আপাতত আগুন নিভে গেলেও পুনরায় জ্বলে উঠতে পারে। আমরা সতর্ক অবস্থানে আছি।”

ঘটনার বর্ণনায় ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পর্যায়ক্রমে মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

পরবর্তীতে পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিচতলায় আগুনের তীব্রতা এবং ভবনের ছাদে ওঠার দরজা তালাবদ্ধ থাকায় তারা বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, “ভবনের নিরাপত্তাব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। জরুরি বের হওয়ার পথগুলো তালাবদ্ধ থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন