আন্তর্জাতিক
গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন সময় আটক হওয়া মোট ১,৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
ইসরায়েলের কারাগার থেকে ১৯৬৮ ফিলিস্তিনি বন্দির মুক্তি

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৪:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন সময় আটক হওয়া মোট ১,৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
বন্দিদের মুক্তির পর তাদের দুটি দলে ভাগ করে স্থানান্তর করা হয়েছে।
প্রথম দলটিকে ইসরায়েলের ওফার কারাগার থেকে মুক্তি দিয়ে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়। অন্যদিকে দ্বিতীয় দলটিকে দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগার থেকে কেরেম শালোম সীমান্ত ক্রসিং হয়ে গাজা অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে।
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত বন্দিদের গাজায় এনে বিভিন্ন হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাজা ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দি বিনিময় এবং মানবিক সহায়তা প্রদানের পদক্ষেপ হিসেবে এই বন্দি মুক্তির ঘটনা ঘটেছে।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর