সর্বশেষ

জাতীয়খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল: ডা. জাহিদ
জুলাইয়ের হত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
জিগাতলায় হোস্টেল থেকে এনসিপি'র জান্নাতের মরদেহ উদ্ধার
গুম-নির্যাতনের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ আজ
হাদি হত্যাচেষ্টা: ফয়সালের পালাতে ব্যবহৃত গাড়ি ভাড়ার পেছনের তথ্য ফাঁস
হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশবাসীকে শান্ত থেকে দোয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
সারাদেশসারাদেশে জোরদার ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’
ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণে কুষ্টিয়ার দৌলতপুরে শুক্রবার বিদ্যুৎ বন্ধ থাকবে
নেত্রকোনা সীমান্ত এলাকায় বিদেশি মদ উদ্ধার
চিলমারীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
সিরাজগঞ্জে এনসিপির জেলা কমিটি ঘোষণা, নেতৃত্বে সাবেক বিএনপি নেতারা
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাএমবাপের জোড়া গোলে তালাভেরার বিপক্ষে হাড্ডাহাড্ডি জয়
সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির জেরে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই শুরু হওয়া এ ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রোববার সকাল থেকে ময়মনসিংহসহ শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ঢাকাগামী বাস চলাচলও বন্ধ রয়েছে। এতে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকায় কর্মরত অসংখ্য মানুষ বাধ্য হচ্ছেন বিকল্প যানবাহনে পাড়ি দিতে। অনেক যাত্রী ভোরে বাসস্ট্যান্ডে এসেও বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। যাঁরা আগেই টিকিট কেটেছিলেন, তাঁরাও গন্তব্যে পৌঁছাতে হন্যে হয়ে ঘুরছেন।

জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য এই রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিক্ষোভ ও বাস চলাচল বন্ধের সূত্রপাত হয় গত শুক্রবার রাতে, ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে। অভিযোগ অনুযায়ী, ঢাকাগামী একটি বাসে ওঠার সময় পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে ধাক্কা লাগেন যাত্রী আবু রায়হানের। রায়হান নিজেকে একজন 'জুলাইযোদ্ধা' হিসেবে পরিচয় দিয়ে দুঃখপ্রকাশ করলেও, শ্রমিক ঝন্টু অশালীন ভাষায় তাকে অপমান করে বাস থেকে নামিয়ে দেন।

ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ওই রাতেই বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ শ্রমিক অরুণ ঝন্টুকে আটক করে।

এই ঘটনায় উত্তেজনা ছড়ালে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন একত্রে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম অভিযোগ করেন, “এনসিপির কয়েকজনকে সামনে রেখে একটি পক্ষ নিয়মিতভাবে পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “আটক শ্রমিককে মুক্তি না দিলে এবং বন্ধ বাসগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে বাস চলাচল পুনরায় শুরু হবে না।”

ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা জানান, ৫ জেলার বাস চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। ময়মনসিংহ অঞ্চলের পণ্য ও শ্রমিক পরিবহন ব্যাহত হওয়ায় ঢাকার অর্থনীতিতেও এর প্রভাব পড়তে শুরু করেছে।

সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হয়ে পড়তে পারে।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন