আজ থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ২:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরকার ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা।
তাদের দাবির প্রতি সরকার সাড়া না দিলে আজ রোববার (১২ অক্টোবর) থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান ও কর্মবিরতি শুরু হচ্ছে।
শিক্ষক নেতাদের অভিযোগ, সরকারের সাম্প্রতিক ঘোষণায় বাড়িভাড়া ভাতা মাত্র ৫০০ টাকা বাড়ানো হয়েছে, যা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এক দিনের বাজার খরচও মেটায় না। তাদের দাবি, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করতে হবে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “সরকার যে বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়িয়েছে, তা শিক্ষকদের সঙ্গে এক ধরনের পরিহাস। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।”
তিনি আরও জানান, বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা ঢাকায় এসে অবস্থান নিতে শুরু করেছেন। সরকারের পক্ষ থেকে দাবি মেনে নতুন কোনো ঘোষণা না এলে রোববার থেকেই লাগাতার কর্মবিরতি কার্যকর হবে।
এর আগে সংগঠনটি ১৩ আগস্ট প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদের দাবির কথা তুলে ধরে। পরবর্তীতে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি, বিভাগীয় শহরগুলোতে শিক্ষক সমাবেশ এবং ১২ অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিল।
১০৯ বার পড়া হয়েছে