কুষ্টিয়ার খোকসায়
ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ ও পুরুষ্কার বিতরণ করলেন শেখ সাদী

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৫:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রত্যন্ত এলাকায় দেশের জনপ্রিয় গ্রামীণ লোকজ ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ ও পুরুষ্কার বিতরন করেছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী।
শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বিশাল কোলের স্বচ্ছ পানিতে ট্রলারে চড়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশাল দৈর্ঘ্যের নৌকাগুলো ছুটে চলার প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন ও সন্ধ্যায় কুঠিপাড়া মোড়ে নৌকা বাইচ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন।
নৌকা বাইচ ও মেলা কমিটির সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন, নৌকা বাইচ গ্রামীণ জনপ্রিয় লোকজ ঐতিহ্য এবং উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি একটি জনপ্রিয় বাঙালি খেলা। এ খেলা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরে। নৌকা বাইচ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের শেকড়, সংস্কৃতি ও মানুষের সামাজিক সম্প্রীতির প্রতীক। নৌকা বাইচ বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের আত্মার সঙ্গে সম্পর্কিত এক অবিচ্ছেদ্য উৎসব। এই আয়োজন নতুন প্রজন্মকে বাংলার শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। তাই ভবিষ্যতেও এ ধরনের আরো বড় আয়োজন করার আশ্বাস দেন।
তিনি আরো বলেন, এই খেলা দেখতে কোলের দুই ধারে হাজার হাজার নারী-পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধ মানুষেরা এসেছিলেন। খেলা দেখে সকলেই খুব আনন্দিত হয়েছেন।
আর কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব আমেজে নৌকা বাইচ প্রতিযোগিতার সমাপ্তি হওয়ায় পুলিশ সহ স্থানীয় সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
এ সময় খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন খাঁন ও কুমারখালী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম, বিএনপি নেতা সাইদুল ইসলাম, খান আতাউর রহমান সবুজ, রেজাউল করিম মাষ্টার, মোতালেব হোসেন মাষ্টার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নিউ জনতা সংগ্রাম, রানারআপ হয়েছে লালন শাহ্ ও তৃতীয় স্থান অধিকার করেছে সোনার বাংলা নৌকা।
কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান এবং শেখ সাদী বিজয়ী নৌকার প্রতিনিধি জালাল সরদারের হাতে (১ম পুরুষ্কার) ডিসকভারি -১২৫ সিসি মোটরসাইকেল, রানারআপ লালন শাহ্ নৌকার প্রতিনিধি হাসিবুল হাসানের হাতে (২য় পুরুস্কার) ডিসকভারি ১১০ সিসি) মোটরসাইকেল ও সোনার বাংলা নৌকার প্রতিনিধি রবিউল ইসলামের হাতে (৩য় পুরুষ্কার) ফ্রিজের কাগজ তুলে দেন।
নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে কুঠিপাড়া মোড় এলাকায় বসেছিল গ্রামীণ মেলা।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর এশিউর গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেখ সাদী।
১৬৮ বার পড়া হয়েছে