সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও নদী সংস্কারের দাবিতে মানববন্ধন

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৭:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রেললাইন, মেডিকেল কলেজ স্থাপন ও নবগঙ্গা নদী সংস্কারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ‘রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি’।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জিপি মোকাররম হোসেন টুলু, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল কাজল, বাস্তবায়ন কমিটির সভাপতি এন এম শাহজালাল ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, প্রমুখ।

বক্তারা বলেন, ঝিনাইদহ দীর্ঘদিন ধরে অবহেলিত একটি জেলা। এখানকার মানুষের মৌলিক অধিকার এখনো নিশ্চিত হয়নি। রেললাইন না থাকায় যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে পড়েছে জেলা, আর মেডিকেল কলেজের অভাবে স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এছাড়া নবগঙ্গা নদী সংস্কার না হওয়ায় পরিবেশগত ভারসাম্যও হুমকির মুখে রয়েছে।

তারা অবিলম্বে ঝিনাইদহে রেললাইন স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং নবগঙ্গা নদী খনন ও পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন