ভারতে আটক ১৮ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক ১৮ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাতক্ষীরা সদর থানায় প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় বিএসএফ-এর হাকিমপুর ক্যাম্প ও বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডারের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবির পক্ষে ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মো. আবুল কাশেম নেতৃত্ব দেন।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর সীমান্ত অতিক্রমকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৮ বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ। পরদিন পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
হস্তান্তরকৃতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন এলাকার ৬টি পরিবার। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শ্যামনগরের জিন্টু ও তার পরিবার, মহব্বত ঢালী ও তার পরিবার, উমর ফারুক ও তার পরিবার, খুলনার ফারুক সরদার ও তার স্ত্রী-সন্তানসহ অন্যান্য সদস্যরা।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান জানান, বিজিবি কর্তৃক থানায় সোপর্দকৃত ১৮ জন বাংলাদেশিকে পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
১১৬ বার পড়া হয়েছে