সর্বশেষ

জাতীয়পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনা-জয়সহ ২৩ জনের বিরুদ্ধে রায় আজ
সারাদেশবাগেরহাটে কিশোরীর আত্মহত্যা, পুলিশ ময়নাতদন্তের অপেক্ষায়
বাউল শিল্পীদের ওপর হামলা: অজ্ঞাত বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিকমিয়ানমারে ৩ হাজার রাজবন্দি মুক্তি, ৫৫০০ জনের অভিযোগ প্রত্যাহার
হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি
হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯
খেলাবাফুফে’র টাইটেল স্পন্সর ঘিরে নতুন বিতর্ক: কোনো চুক্তি হয়নি, দাবি পেট্রোনাসের
মেসির জাদুতে ইন্টার মায়ামি ফাইনালে, সিনসিনাটিকে ৪-০ গোলে হারালো
বিনোদন

৫০-এ পা দিয়ে আত্মবিশ্বাসী কেট উইন্সলেট কত টাকার মালিক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ৪:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট সম্প্রতি পা রেখেছেন জীবনের অর্ধশতকে। ৫ অক্টোবর ৫০ বছর পূর্ণ করেছেন এই ‘টাইটানিক’খ্যাত অভিনেত্রী।

বয়স বাড়াকে তিনি দেখছেন আত্মবিশ্বাস ও আত্মপরিচয়ের নতুন অধ্যায় হিসেবে। ব্রিটিশ ফ্যাশন ম্যাগাজিন ভোগ ইউকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে উইন্সলেট বলেন, “নারীরা বয়সে যত বড় হন, তত সুন্দর হয়ে ওঠেন। আমাদের মুখ আরও নিজের মতো হয়ে যায়, জীবনের ইতিহাস বসে যায় বলিরেখায়। আমি এসবকে গর্বের চিহ্ন মনে করি।”

১৯৯৪ সালে মাত্র ১৭ বছর বয়সে 'হেভেনলি ক্রিয়েচার' দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন কেট। এরপর কেটের ক্যারিয়ারে এসেছে একের পর এক বৈচিত্র্যময় চরিত্র। কিন্তু বয়স নিয়ে কখনও চাপ নেননি তিনি। সাক্ষাৎকারে বলেন, “আমার চোখের কোণের রেখা বা হাতের বলিরেখা আমাকে স্মরণ করিয়ে দেয়, আমি কে, কী দেখেছি, কী শিখেছি। এগুলো ঢেকে রাখার কিছু নেই—আমি এগুলো নিয়ে গর্ব করি।”

জীবনের ৫০তম বছরে কেট নিয়েছেন এক অনন্য পরিকল্পনা। তার ভাষায়, “আমি ঠিক করেছি, ৫০ বছরে ৫০টি ভালো কাজ করব। এটা হতে পারে কোনো নতুন জায়গায় যাওয়া, পাহাড়ে ওঠা, অথবা নিছক কারও জন্য একটি সদাচরণ।” এই তালিকা ইতোমধ্যেই তৈরি করতে শুরু করেছেন তিনি।

নারীদের বয়স নিয়ে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন কেট উইন্সলেট আগেও। ২০২২ সালে বিবিসি-র 'উইমেন্স আওয়ার' অনুষ্ঠানে বলেছিলেন, “অনেক নারী ৪০ পেরিয়ে মনে করেন, জীবনের পতন শুরু হলো। কিন্তু আমি মনে করি, এই বয়সে নারীরা আরও সম্পূর্ণ, আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন।” তিনি আরও বলেন, “নিজের কথা বলার ক্ষমতা আসে, অন্যরা কী ভাবছে তা নিয়ে ভয় কমে। এই বোধটাই সবচেয়ে শক্তিশালী।”

১৯৯৫ সালের 'সেন্স এন্ড সেন্সিবিলিটি' থেকে শুরু করে ১৯৯৭-এর 'টাইটানিক' এরপর ' দ্যা রিডার, এটারনাল সানসাইন অব দ্যা স্পটলেস মাইন্ড' -প্রতিটি কাজেই কেট নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন। ২০০৮ সালে 'দ্যা রিডার' ছবিতে অভিনয়ের জন্য জিতেছেন একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)। শুধু সিনেমা নয়, টেলিভিশনেও তিনি দেখিয়েছেন দক্ষতা।

অভিনয় ছাড়াও সম্পত্তি বিনিয়োগে রয়েছে কেট উইন্সলেটের সাফল্য। লন্ডন ও নিউইয়র্কে একাধিক বিলাসবহুল বাড়ির মালিক তিনি। নিউইয়র্কের চেলসি এলাকায় তাঁর একটি পেন্টহাউস ছিল আলোচনার কেন্দ্রে। পরে এসব সম্পত্তি বিক্রি করে তিনি অর্জন করেছেন মোটা অঙ্কের লাভ। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫০ কোটি টাকা।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন