সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা, ২৪ ঘণ্টায় নিহত আরও ৭৯

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর ফলে চলমান আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৫ জন।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, প্রায় দুই বছর ধরে চলা অভিযানে নিহত হয়েছেন ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি, আর আহত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১৬২ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়,
“গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে ৭৯টি মরদেহ আনা হয়েছে, যার মধ্যে ২টি ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ৩৭৯ জন।”

বিবৃতিতে আরও জানানো হয়, আসল মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না সরঞ্জামের অভাব ও উদ্ধারকর্মীর সংকটের কারণে।

এছাড়া মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন আরও ৬ জন, আহত হয়েছেন ৬৬ জন ফিলিস্তিনি।

মে মাসের ২৭ তারিখ থেকে এ পর্যন্ত মানবিক সহায়তা সংগ্রহের সময় ২ হাজার ৫৬৬ জন নিহত ও ১৮ হাজার ৭৬৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বরতার কারণে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মামলা চলছে ইসরায়েলের বিরুদ্ধে। তা সত্ত্বেও হামলা বন্ধে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

বিশ্বজুড়ে এই নৃশংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংগঠন এবং রাষ্ট্রগুলো।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন