সর্বশেষ

জাতীয়

ঢাকায় ৮৯টি মণ্ডপ ‘অধিক ঝুঁকিপূর্ণ’: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২৫৪টি পূজামণ্ডপের মধ্যে ৮৯টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে চারটি শ্রেণিতে ভাগ করে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন থাকবেন, যার সংখ্যা ঝুঁকি বিবেচনায় সর্বনিম্ন ১১ থেকে সর্বোচ্চ ৫০ জন পর্যন্ত হতে পারে।

তিনি বলেন, “যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে, তাদের ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির সমন্বয়ে কঠোরভাবে তা মোকাবিলা করা হবে।”

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নগরজুড়ে থাকবে বাড়তি পুলিশ টহল ও চেকপোস্ট। অতিরিক্ত প্রায় ২,২০০ পুলিশ সদস্য মাঠে থাকবে পূজার সময়জুড়ে। এছাড়া প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তা আরও জোরদার করতে অতিরিক্ত ২,৪০০ সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার আরও জানান, পূজা মণ্ডপ এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে। একইসঙ্গে প্রতিটি মণ্ডপে থাকবে সিসিটিভি নজরদারি, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, সোয়াট টিম, বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট—যারা যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

মণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরাও কাজ করবেন বলে জানান ডিএমপি কমিশনার।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন