সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে দুর্গাপূজা উপলক্ষে বিজিবির কড়া নিরাপত্তা ব্যবস্থা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে এসেছে।

ভিসাবিহীন অনুপ্রবেশ, চোরাচালানসহ যেকোনো অনাকাঙ্খিত ঘটনা রোধের লক্ষ্যে সীমান্ত জুড়ে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা সহযোগিতার জন্য সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন একটি মনিটরিং সেলও গঠন করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৪৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। যাতে নিরাপত্তা ঝুঁকি না থাকে এবং স্থানীয় বাসিন্দারা শান্তিপূর্ণ ও নিশ্চিন্তে উৎসব পালন করতে পারেন, সে জন্য দিনরাত টহল ও মোবাইল পেট্রোল চালানো হচ্ছে।

এছাড়াও, সীমান্ত নিরাপত্তা বিষয়ক সমন্বয়ের জন্য বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যার মাধ্যমে সীমান্ত সংক্রান্ত তথ্যাদি শেয়ার ও আলোচনা করা হয়।


সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধীন সাতক্ষীরা সদর ও কলারোয়া এলাকার ১৫টি বিওপি ও একটি বেইজ ক্যাম্প থেকে পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বাঁকাল, বৈকারী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী এবং চান্দুরিয়া এলাকায় মোট ৪৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, “সীমান্ত এলাকায় নিরাপত্তা বলয় কঠোর করা হয়েছে যাতে সনাতন ধর্মাবলম্বীরা এবং উৎসবপ্রিয় জনগণ নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন করতে পারেন। এজন্য টহল, রেকি এবং মোবাইল পেট্রোল নিয়মিত চলছে।”

তিনি আরও বলেন, “সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য অবৈধ কার্যকলাপ, চোরাচালান ও নাশকতার বিরুদ্ধে আমরা সর্বদা সতর্ক অবস্থানে আছি। প্রতিটি পূজামণ্ডপের কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে নিরাপত্তা বিষয়ক সমন্বয় করা হচ্ছে। প্রয়োজনে দ্রুত নিরাপত্তা সাপোর্ট দেয়ার জন্য মনিটরিং সেল কার্যক্রমে রয়েছে।”

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন