আখাউড়া স্থলবন্দরে পূজা উপলক্ষে ৯ দিন বাণিজ্য কার্যক্রম স্থগিত

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানিমুখী বাণিজ্য শারদীয় দুর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে আগামী ৯ দিন বন্ধ থাকবে।
তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যবসায়ীদের সম্মতিতে আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে পরবর্তী মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত আমদানি ও রপ্তানি কার্যক্রম স্থগিত থাকবে। ৮ অক্টোবর বুধবার থেকে কার্যক্রম পুনরায় শুরু হবে।
আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন, দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমসের কার্যক্রম অব্যাহত থাকবে এবং যাত্রী সেবায় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, ৯ দিনের বাণিজ্য বন্ধ থাকার সময়ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার সুবিধা দেওয়া হবে।
১১৪ বার পড়া হয়েছে