গাজা সিটিতে চিকিৎসা স্থগিত করল ‘ডক্টরস উইদআউট বর্ডার্স’

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজা সিটিতে চলমান ইসরায়েলি সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক মানবিক সংস্থা ‘ডক্টরস উইদআউট বর্ডার্স’ (এমএসএফ) তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে।
শুক্রবার জেনেভা থেকে সংস্থাটির পক্ষ থেকে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন ইসরায়েলি বাহিনী গাজা শহরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। এর ফলে গাজার বিপুলসংখ্যক মানুষ প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।
গাজায় এমএসএফ-এর জরুরি সমন্বয়কারী জ্যাকব গ্রেঞ্জার বলেন,
“আমাদের ক্লিনিকগুলো ইসরায়েলি সেনাবাহিনীর অবরুদ্ধ অবস্থায় পড়েছে। ফলে আমরা কার্যক্রম স্থগিত করা ছাড়া আর কোনো উপায় দেখছি না।”
তিনি আরও বলেন,
“এই সিদ্ধান্ত আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। গাজা শহরে চিকিৎসাসেবা খুবই প্রয়োজনীয়—বিশেষ করে নবজাতক, গুরুতর আহত রোগী ও যেসব অসুস্থ মানুষ পালাতে অক্ষম, তাদের জন্য। তারা বর্তমানে ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছেন।”
হামাস-নিয়ন্ত্রিত একটি উদ্ধারকারী সংস্থার তথ্যমতে, শুক্রবার ভোর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১১ জনই গাজা সিটির বাসিন্দা।
একই দিনে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ১৪০টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল হামাসের সুড়ঙ্গপথ এবং সামরিক অবকাঠামো।
এএফপির প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজার আল-শাতি শরণার্থী শিবিরে বিমান হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ভবন।
১১৮ বার পড়া হয়েছে