চাটমোহরে বিশ্ব নদী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
“নদী ও জলাধার: আমাদের প্রকৃতি, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের আঁধার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহরে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বড়াল বিদ্যা নিকেতনের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা এবং নদী বিষয়ক গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা।
চাটমোহর উপজেলার কুমারগাড়া গ্রামে বড়াল বিদ্যা নিকেতন থেকে ব্যানার, ফেস্টুন ও নানা সচেতনতামূলক স্লোগানসহ একটি র্যালি বের হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিল আফরোজ এবং সঞ্চালনায় ছিলেন অঙ্কন শিক্ষক মিলন রব।
আলোচনায় অংশ নেন—
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সভাপতি এস এম মিজানুর রহমান
নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল
চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন
বর্তমান সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা
ডা. এস এম আতিকুল ইসলাম
সাংবাদিক শাহীন রহমান
এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ
বক্তারা বলেন, মানুষের টিকে থাকার জন্য প্রকৃতি ও নদী ব্যবস্থার ভারসাম্য রক্ষা অপরিহার্য। আমাদের অজ্ঞতা ও অবহেলার কারণে নদী ও জলাধার আজ সংকটাপন্ন। এখনই সময় নদী ও প্রকৃতিকে রক্ষার জন্য সম্মিলিতভাবে কাজ করার। প্রয়োজনে আন্দোলন গড়ে তুলে প্রকৃতিকে ফিরিয়ে আনার ডাক দেন তারা।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নদী-ভিত্তিক গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
১১৮ বার পড়া হয়েছে