উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা, আহত ৬

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন সড়কে এ হামলা ঘটে। এতে অন্তত ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হঠাৎ হামলা চালায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, হামলাকারীরা বেশ কয়েকজনকে ঘিরে বেধড়ক মারধর করছে।
আহত শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনে যুক্ত থাকার কারণে তারা আগে থেকেই বিভিন্ন মাধ্যমে হুমকি পেয়ে আসছিলেন। তাদের দাবি, এ হামলার সঙ্গে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা জড়িত।
হামলার প্রতিবাদে ‘জুলাই আন্দোলন’-এ যুক্ত শিক্ষার্থীরা শুক্রবার সকালেই এক বিবৃতিতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার পর পুরো এলাকায় রাতভর আতঙ্ক বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভোর সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করে। তারা হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।
এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা হয়নি। তবে উত্তরা থানার ওসি জানিয়েছেন, প্রাথমিক তদন্ত চলছে এবং অভিযুক্তদের শনাক্তের কাজ দ্রুত এগিয়ে চলছে।
১০৯ বার পড়া হয়েছে