সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে গভীর রাতে তালা ভেঙে চুরি

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা এলাকার সিদ্ধেশ্বরী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার গভীর রাতে মুখোশধারী এক চোর মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং কিছু ইমিটেশনের গহনা চুরি করে পালিয়ে যায়।
মন্দির প্রাঙ্গণে স্থাপিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত আনুমানিক পৌনে চারটার দিকে গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি চুপিসারে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।

মন্দির কমিটির সভাপতি বঙ্কীম মুখার্জি জানিয়েছেন, প্রতীমার কোনো ধরনের ক্ষতি হয়নি, তবে কিছু অলংকার চুরি হয়েছে। চোর সম্ভবত ভুলবশত মনে করেছিল যে প্রতীমার গলায় স্বর্ণালঙ্কার রয়েছে।

এ ঘটনায় পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঝিনাইদহের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ চোরদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে কঠোর নির্দেশনা দিয়েছেন।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোর শনাক্তের চেষ্টা চলছে। অচিরেই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন