সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বুধবার সন্ধ্যায় একটি সড়ক দুর্ঘটনায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন দীপ (২০) ও সুমন (২১), যারা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের সমু মার্কেট এলাকার ভূইয়া ব্রিজ সংলগ্ন ৩নং ইন্টারসেকশনে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর ইব্রাহীমপুর এলাকার জসীম উদ্দিনের ছেলে দীপ, মাটিকাটা এলাকার সেকান্দারের ছেলে সুমন ও আহত রাব্বি তিন বন্ধু মোটরসাইকেলে বেপরোয়া গতিতে পূর্বাচলে বেড়াতে যান।

সড়কের সিগন্যাল বোর্ডে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে এবং দ্রুত আগুন ধরে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, যেখানে সুমনকে মৃত ঘোষণা করা হয়। পরে অবস্থার অবনতি হলে দীপকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে, সেখানে তিনি মৃত্যুবরণ করেন। আহত রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক সোহেল রানা জানান, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন