সর্বশেষ

আন্তর্জাতিক

পরমাণু অস্ত্র তৈরির দাবি তুলেছেন ইরানের কট্টরপন্থি এমপিরা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের বিরুদ্ধে জাতিসংঘের অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তাব পাশ হওয়ার পর দেশের কট্টরপন্থি সংসদ সদস্যরা দ্রুত পরমাণু অস্ত্র তৈরির দাবি তুলেছেন।

তারা মনে করছেন, বর্তমান আন্তর্জাতিক চাপ এবং ইসরাইলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে পরমাণু বোমা এখন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য হয়ে উঠেছে।

সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তাব পাস হয়। চূড়ান্ত কোনো সমঝোতা না হলে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আবারও কার্যকর হতে পারে, যা ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির অধীনে প্রত্যাহার করা হয়েছিল।

এই প্রেক্ষাপটে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ঘোষণা দিয়েছে— ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের অবস্থানের কারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করা হয়েছে।

তবে এতেও সন্তুষ্ট নন দেশটির একাংশের কট্টরপন্থি রাজনীতিকরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের ৭০ জন এমপি একটি চিঠিতে সই করেছেন, যেখানে তারা দেশের প্রতিরক্ষা শক্তি বাড়াতে পরমাণু অস্ত্র তৈরি করার দাবি জানিয়েছেন। চিঠিটির নেতৃত্ব দিয়েছেন মাশহাদ শহরের একজন এমপি।

চিঠিতে তারা উল্লেখ করেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দেওয়া পরমাণু অস্ত্রের ফতোয়া শুধুমাত্র ব্যবহার নিষিদ্ধ করেছে, তৈরি বা সংরক্ষণ নয়। তারা আরও দাবি করেন, ইসরাইলের ‘উন্মাদ আচরণ’ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগ্রাসনের কারণে ইরানের নতুন নিরাপত্তা নীতি প্রয়োজন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তাদের উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুত হ্রাসে প্রস্তুত। তবে তিনি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো তাদের প্রস্তাব নিয়ে আন্তরিক নয় এবং কূটনৈতিক অজুহাত তৈরি করছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, ‘স্ন্যাপব্যাক’ (স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা পুনর্বহাল) দিয়ে ইরানের পথ বন্ধ করা যাবে না। তিনি বলেন, “চিন্তা ও কৌশল দিয়ে আমরা নতুন পথ তৈরি করবো। ইরানকে কেউ থামাতে পারবে না।”

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন