সর্বশেষ

জাতীয়

মাইলস্টোনে নিহত ও আহতদের পরিবারের ৮ দফা ক্ষতিপূরণ দাবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ২১ জুলাই বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের পরিবার সদস্যরা আট দফা দাবি তুলেছেন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

নিহত নাজিয়া-নাফির বাবা আশরাফুল ইসলাম বলেন, তারা আহতদের পুনর্বাসন ও সরকারি চাকরির ব্যবস্থা করার পাশাপাশি নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবী করেছেন। এছাড়া আহতদের জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা ও হেলথ কার্ড প্রদানের দাবি জানান।

তারা আরও দাবি করেন—২১ জুলাইকে শিক্ষাপ্রতিষ্ঠানে শোক দিবস হিসেবে পালন, নিহতদের কবর স্থায়ীভাবে সংরক্ষণ, শহীদী মর্যাদা প্রদান, উত্তরায় একটি আধুনিক মসজিদ নির্মাণ এবং দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার।

নিহত তাসনিয়া হকের বাবা নাজমুল হক বলেন, এ দুর্ঘটনা পুরো জাতিকে স্তম্ভিত করেছে। তিনি জানান, এ পর্যন্ত ৩৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৮ জন শিক্ষার্থী, ৩ জন অভিভাবক, ৩ জন শিক্ষক এবং একজন স্টাফ রয়েছেন। তিনি আহতদের দীর্ঘ চিকিৎসার ব্যয় ও যন্ত্রণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আহত ও নিহত পরিবারের অন্যান্য সদস্যরাও ক্ষতিপূরণ ও সুবিচারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন