সর্বশেষ

সারাদেশ

লোহাগড়ার পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতনা, কুন্দশী এবং শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরসহ একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, লোহাগড়া প্রেস ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সচিব শিমুল হাসান, সাংবাদিক রইচ উদ্দিন টিপু, এসএম শরিফুল ইসলাম আক্কাস ও রেজাউল করিম।

এছাড়াও উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অরূপ চক্রবর্তী, পৌর কমিটির সভাপতি কিশোর রায় এবং শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের পূজা কমিটির সাধারণ সম্পাদক রূপক মুখার্জিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন এবং প্রস্তুতির খোঁজ-খবর নেন। তিনি নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন