সর্বশেষ

আন্তর্জাতিক

বাগরাম ঘাঁটি ফেরতের দাবিতে ট্রাম্পের হুঁশিয়ারি আফগানিস্তানকে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আফগানিস্তানে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফেরত না দিলে দেশটির জন্য ‘ভয়াবহ পরিণতি’ অপেক্ষা করছে— এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে এই ঘাঁটি পুনর্দখলে মার্কিন সেনা মোতায়েনও হতে পারে।

রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে বলেন,

“যদি আফগানিস্তান বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্রের কাছে ফেরত না দেয়, তাহলে ভয়াবহ কিছু ঘটবে।”
এর আগে তিনি সাংবাদিকদের জানান, বাগরাম ঘাঁটি পুনরায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিষয়ে আফগানিস্তানের সঙ্গে আলোচনা চলছে।

পূর্বপ্রেক্ষাপট
২০০১ সালের ৯/১১ হামলার পর আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান শুরুর সময় বাগরাম ছিল যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটি। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর এটি তালেবানের দখলে চলে যায়।

আফগান প্রতিক্রিয়া ও আশঙ্কা
আফগান কর্মকর্তারা মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করলেও ট্রাম্পের এমন বক্তব্য নতুন করে সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বাগরাম ঘাঁটি পুনর্দখল করতে হলে যুক্তরাষ্ট্রকে বিশাল সেনা বহর ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে হবে, যা নতুন করে সামরিক আগ্রাসনের রূপ নিতে পারে।

ঝুঁকি ও বাস্তবতা
ঘাঁটি পুনরায় চালু করা হলে যুক্তরাষ্ট্রকে তালেবানের পাশাপাশি ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা এবং এমনকি ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখোমুখি হতে হবে।

ট্রাম্পের অবস্থান
ট্রাম্প সরাসরি সেনা পাঠানোর কথা না বললেও মন্তব্য করেন,

“এটা আমরা ফেরত চাই, চাই দ্রুত। আর যদি না দেয়, তাহলে কী হবে তা শিগগিরই সবাই দেখতে পাবে।”
তিনি আরও বলেন, ঘাঁটিটি নির্মাণ করেছিল যুক্তরাষ্ট্র, তাই এটি ফেরত পাওয়া তাদের অধিকার।

সংক্ষিপ্ত বিশ্লেষণ:
বাগরাম বিমানঘাঁটি ইস্যু আবারও আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে। ট্রাম্পের এ হুঁশিয়ারি শুধুই চাপ প্রয়োগের কৌশল, নাকি নতুন সামরিক চক্রান্তের পূর্বাভাস— তা সময়ই বলে দেবে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন