বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, কিন্তু কেউ দলটিকে ভাঙতে পারেনি: ফখরুল

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চললেও দলটিকে কেউ ভাঙতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বিএনপি এই দেশে সবসময় ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে। আজ যেসব মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, সেসব ষড়যন্ত্রের জাল একদিন ভেঙে পড়বে। বিএনপি ফিনিক্স পাখির মতো—পুড়ে ছাই হয়ে গেলেও আবার ফিরে আসে।”
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “একাত্তর আমাদের গর্বের ইতিহাস। বিএনপি সেই চেতনায় বিশ্বাসী। এই দল হঠাৎ করে গঠিত হয়নি, বরং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে।”
ওয়ান-এলেভেনের সময় বিএনপির নেতা তারেক রহমানের উপর নির্যাতনের কথা স্মরণ করে তিনি বলেন, “যে নেতাকে একসময় নির্বাসনে পাঠানো হয়েছিল, তিনিই আজ নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখাচ্ছেন। এখন সময় এসেছে তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার সুযোগ তৈরির।”
নেতাকর্মীদের সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, “যার নামে স্লোগান দেবেন, তার বিরুদ্ধেই যদি ষড়যন্ত্র করেন, তাহলে নম্বর মাইনাস হতে সময় লাগবে না।”
তিনি আরও বলেন, “আজকের বাংলাদেশে যে গণতন্ত্র নিয়ে কথা বলা হচ্ছে, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশের রূপরেখা তার হাত ধরেই তৈরি হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা স্বৈরতন্ত্র রুখে দিয়েছিল, সেই ছাত্রজনতা এবং দলীয় ত্যাগীদের অভিনন্দন জানাই।”
সম্মেলনে কিশোরগঞ্জ জেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপিকে সুসংগঠিত করে আগামীর আন্দোলনে শক্তিশালী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
১২৩ বার পড়া হয়েছে