সর্বশেষ

জাতীয়নির্বাচনের তফশিল ঘোষণা আগামী বুধ অথবা বৃহস্পতিবার : ইসি মাছউদ
প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক
আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগে অবরোধ
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
রোকেয়া দিবসে চার নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা
আপাতত ঢাকাতেই চলবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা
সারাদেশকুষ্টিয়ায় অভিযান: বিপুল পরিমাণ নকল বিড়ি ও ভারতীয় মদ আটক
কুষ্টিয়ার দৌলতপুরে নবাগত এসপি'র বৈঠকে মূলধারার গণমাধ্যম বাদ
আন্তর্জাতিকজাপানের উত্তর-পূর্বে ৭.৫ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ৩০
পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ কার্যালয়ে অভিযান, ইসরায়েলি পতাকা উত্তোলন
খেলাউত্তর আমেরিকা বিশ্বকাপকে ‘উষ্ণতম’ আসর মনে করেই বড় পরিবর্তন আনছে ফিফা
মনির আলমের দুর্দান্ত গোলেই আবাহনীকে হারাল ব্রাদার্স ইউনিয়ন
আন্তর্জাতিক

টিকটক চুক্তিতে সম্মতি, শি’র সঙ্গে দক্ষিণ কোরিয়ায় বৈঠকের পরিকল্পনা: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটককে নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আলোচিত চুক্তিতে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক ফোনালাপে এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয় এবং শি চুক্তির অনুমোদন দিয়েছেন বলেও জানান তিনি।

ট্রাম্প আরও জানিয়েছেন, আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের সময় শি’র সঙ্গে সরাসরি বৈঠক হবে। আগামী ৩১ অক্টোবর দক্ষিণ কোরিয়ার গিয়াংজুতে এই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ ট্রাম্প লিখেছেন, “শি জিনপিংয়ের সঙ্গে কথোপকথন ছিল অত্যন্ত ফলপ্রসূ। টিকটক চুক্তিতে সম্মতি এবং বৈঠকের বিষয়ে একমত হওয়াটা গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

ট্রাম্প জানিয়েছেন, এপেক সম্মেলনের ফাঁকে শি’র সঙ্গে এই বৈঠকের পর আগামী বছর তিনি চীন সফর করবেন এবং এরপর শি জিনপিং যুক্তরাষ্ট্রে আসবেন বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি দুই দেশের মধ্যে টিকটক নিয়ে একটি কাঠামোগত চুক্তি হয়েছে, যার চূড়ান্ত অনুমোদন চীনের কাছ থেকে পাওয়াটা ট্রাম্প প্রশাসনের জন্য ছিল গুরুত্বপূর্ণ। এ চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটক চালু রাখতে হলে স্থানীয় মালিকানার আওতায় যেতে হবে। এতে মার্কিন প্রতিষ্ঠান ওরাকলসহ আরও কয়েকটি কোম্পানি টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক কার্যক্রম পরিচালনায় যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অ্যালগরিদম প্রযুক্তির মালিকানা থাকবে বাইটড্যান্সের কাছেই, যা লাইসেন্সের মাধ্যমে ব্যবহৃত হবে।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘সিনহুয়া’ জানিয়েছে, টিকটক ইস্যুতে বেইজিংয়ের অবস্থান এখনও একই—বাণিজ্যিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং ন্যায়সঙ্গত বাজারনীতির প্রতি আহ্বান। তারা যুক্তরাষ্ট্রকে চীনা কোম্পানিগুলোর জন্য “উন্মুক্ত ও বৈষম্যহীন” ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

ট্রাম্পের মতে, “টিকটক যুক্তরাষ্ট্রে বিশাল সম্ভাবনা রাখে।” তবে রিপাবলিকান দলের কিছু সদস্য এখনও শঙ্কা প্রকাশ করছেন—যদি চুক্তিতে চীনা কোম্পানির প্রযুক্তির ওপর নির্ভরশীলতা থাকে, তবে তা চীনা কমিউনিস্ট পার্টির প্রভাব বজায় রাখতে পারে।

প্রসঙ্গত, ট্রাম্প তার প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নিলেও এখন সে অবস্থানে পরিবর্তন এনেছেন। তিনি বলেছেন, প্ল্যাটফর্মটি ২০২৪ সালের তার নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শুক্রবারের ফোনালাপ প্রসঙ্গে ট্রাম্প আরও জানান, শুধু টিকটক নয়, আলোচনা হয়েছে বাণিজ্য, ফেন্টানিল পাচার এবং রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ নিয়েও।

তিনি বলেন, “ফোনালাপটি অত্যন্ত ভালো হয়েছে। আমরা আবারো কথা বলবো। এপেক সম্মেলনে বৈঠকের অপেক্ষায় আছি।”

২৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন