পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ঢাকায়, অংশ নিচ্ছেন একাধিক অনুষ্ঠানে

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির বর্তমানে অবস্থান করছেন ঢাকায়। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশে পৌঁছান।
ঢাকায় অবস্থানকালে অংশ নিচ্ছেন বিভিন্ন আয়োজন ও শুটিংয়ে, দেখা করছেন ভক্তদের সঙ্গেও।
বাংলাদেশে আসার খবরটি হানিয়া নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে বাংলায় লেখেন, "আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?" — যা বাংলাদেশি ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
শুক্রবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক আহসান মঞ্জিলে ইউটিউব তারকা ও অভিনেতা রাফসান দ্য ছোটো ভাইয়ের সঙ্গে একটি শুটিংয়ে অংশ নেন হানিয়া আমির।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে। এছাড়া আগামীকাল (২১ সেপ্টেম্বর) তিনি অংশ নেবেন একটি এক্সক্লুসিভ ফটোশুটে, এরপরই পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশে হানিয়া আমিরের বেশ কিছু নাটক ও টেলিভিশন কনটেন্ট এরই মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে তার অভিনীত ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আন্না’, ‘কাভি মে কাভি তুম’ এবং ‘মুক পেয়ার হুয়া থা’ নাটকগুলো বাংলাদেশি দর্শকদের মন জয় করেছে।
বাংলাদেশ সফরকে ঘিরে অভিনেত্রী হানিয়া আমির জানিয়েছেন, এই সফরের মুহূর্তগুলো তিনি স্মরণীয় করে রাখতে চান, বিশেষ করে বাংলাদেশের ভক্তদের কাছ থেকে সরাসরি ভালোবাসা পাওয়ার সুযোগটিকে।
১০৫ বার পড়া হয়েছে