সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় দুর্নীতি দমন নিয়ে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
“দূর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের ঐক্য, গড়ব আগামীর সুষ্ঠু সমাজ” শ্লোগান নিয়ে সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক সপ্তাহব্যাপী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন সম্পন্ন হয়েছে।

এই প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা), খুলনা। পাশাপাশি, সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহযোগিতায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমাজসেবক আলহাজ্ব ড. আবুল কালাম বাবলা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, যিনি অনুষ্ঠান উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “আমরা একটি স্বাধীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। কিন্তু সমাজের নানা স্তরে দুর্নীতি বিরাজ করছে, যা আমাদের উন্নয়নের বড় বাধা। দুর্নীতি ও অনৈতিকতা আমাদের জাতি ও দেশের ক্ষতি করে। এজন্য আমাদের দুর্নীতির বিরুদ্ধে একযোগে লড়াই করতে হবে। ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা এক্ষেত্রে অপরিহার্য।”

অন্যান্য বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, দুর্নীতি দমন কমিশনের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ ফজল, ডিআই ওয়ান মোঃ হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস।
সাথে ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন।

প্রতিযোগিতার বিচারক হিসেবে আঞ্চলিক পাসপোর্ট অফিস সাতক্ষীরার উপ-পরিচালক মোহাম্মদ আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম দায়িত্ব পালন করেন। মডারেটর ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, অধ্যক্ষ রেজাউল করিম ও রেবেকা সুলতানা।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বলে জানানো হয়। উদ্বোধনী বিতর্কে মাদরাসাতুল জান্নাত দাখিল মাদ্রাসা ও চুপড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা প্রতিপক্ষ দল হিসেবে অংশ নেয়। বিতর্কের বিষয় ছিল “দুর্নীতি বিরোধী আন্দোলনে জনগণের দায়বদ্ধতা বেশি।”

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন