শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছে এনবিআর

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) রাজধানীর অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার নামে থাকা আরও দুটি লকার জব্দ করেছে।
সিআইসি সূত্রে জানা গেছে, দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) ওই দুই লকারের নম্বর ৭৫১ ও ৭৫৩। লকার দুটি বুধবার, ১৭ সেপ্টেম্বর জব্দ করা হয়।
এর আগে, ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা একটি লকারও জব্দ করেছিল এনবিআর। ফলে এখন পর্যন্ত অগ্রণী ও পূবালী ব্যাংক মিলিয়ে শেখ হাসিনার তিনটি লকার জব্দ করা হলো।
এনবিআর-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা একটি অ্যাকাউন্টে ১২ লাখ টাকা এবং শেখ রেহানার সঙ্গে যৌথ নামে থাকা একটি এফডিআর-এ ৪৪ লাখ টাকা জব্দ করা হয়েছে।
এদিকে, পূবালী ব্যাংক জানিয়েছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ১১ মার্চ বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে নির্দেশনা আসে। ওই নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট এবং একটি লকার জব্দের কথা বলা হয়।
১২২ বার পড়া হয়েছে