সর্বশেষ

রাজনীতি

জামায়াত যেভাবে আক্রমণ করবে, তা অন্য কেউ করবে না : রুমিন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামো এবং প্রতিপক্ষের প্রতি তাদের কঠোর মনোভাব বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে দেখা যায় না।

সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। রুমিন বলেন, "জামায়াত একটি অত্যন্ত সংগঠিত দল। তাদের কর্মী-সমর্থকরা দলকেই সবকিছু মনে করে—পার্টির জন্য বাঁচতেও পারে, মরতেও পারে। তারা দলীয় আদেশকে প্রশ্ন না করেই মেনে চলে। অনেকটা সামরিক বাহিনীর মতোভাবে তারা পরিচালিত হয়।"

তিনি বলেন, "জামায়াত যদি কাউকে শত্রু হিসেবে চিহ্নিত করে, তাহলে তারা তাকে যেভাবে আক্রমণ করে, তা অন্য কোনো দল করে না। তারা ঐক্যবদ্ধভাবে কাউকে নিশ্চিহ্ন করে দিতে পিছপা হয় না।"

সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের সক্রিয় ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। রুমিন বলেন, "বর্তমানে রাজনীতির দুটি বড় ক্ষেত্র—একটি প্রচলিত রাজনীতির মাঠ, আরেকটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এই ডিজিটাল মাঠে জামায়াত অনেক বেশি শক্তিশালী। তাদের অসংখ্য বট আইডি আছে, যেগুলোর মাধ্যমে তারা প্রতিপক্ষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে। যেকোনো বিষয়ে কুৎসিত ও অশালীন মন্তব্য ছড়ানো তাদের জন্য সহজ ব্যাপার।"

তিনি আরও বলেন, "আমি নিজেই একসময় জামায়াতের বিরুদ্ধে যেভাবে নির্যাতন হয়েছে, তার প্রতিবাদ করেছি। এমনকি পার্লামেন্টে দাঁড়িয়ে তাদের ওপর হওয়া অন্যায় নিয়ে কথা বলেছি। কিন্তু আজ আমি বা আমার বক্তব্য যদি তাদের রাজনৈতিক স্বার্থের পরিপন্থী হয়, তাহলে আমাকেও তারা আক্রমণের লক্ষ্যে পরিণত করতে এক মুহূর্ত দেরি করবে না।"

রুমিন ফারহানার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর ভূমিকা এবং বর্তমান প্রেক্ষাপটে তাদের কার্যক্রম নিয়ে আলোচনা আবারও সামনে এসেছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন