সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে আনুমানিক ২৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৮৫টি ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে কলারোয়া উপজেলার গেড়াখালী সীমান্তে অভিযান চালিয়ে মোবাইলগুলো জব্দ করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক।

বিজিবি জানায়, ভারত থেকে আসা একটি চোরাচালান চক্রের মোবাইল ফোনের বড় একটি চালান সীমান্ত অতিক্রম করতে যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্তের ১৩ নম্বর মেইন পিলার ও সাব পিলার ৩-এর কাছাকাছি এলাকা থেকে মোবাইল ফোনগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।


জব্দকৃত মোবাইলগুলো বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন বলে জানিয়েছে বিজিবি। তবে অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মোবাইল ফেলে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত মোবাইল ফোনগুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন