সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় তালা ভেঙে ঘরে ঢুকে ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার উত্তর কাটিয়া এলাকায় একটি বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল রাতের আঁধারে গৃহের গ্রীলের তালা ভেঙে প্রবেশ করে আলমারি থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর কাটিয়া এলাকায় অবস্থিত আমির হোসেন খান চৌধুরীর বাড়িতে।

ভুক্তভোগী আমির হোসেন খান চৌধুরী জানান, তার দুইতলা বাড়ির উপরের তলায় তিনি থাকেন এবং নিচতলায় থাকেন তার মাতা মর্জিনা খাতুন। শুক্রবার মর্জিনা খাতুন তার ভাইয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় নিচতলার ঘরটি ফাঁকা ছিল। এদিকে তার স্ত্রীও সেদিন বাড়িতে ছিলেন না। তিনি জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। সকালে ছোট ভাইয়ের ডাকে ঘুম ভেঙে দেখেন, তার ভাইয়ের ঘরের দরজা বাইরে থেকে লক করা ছিল।

পরে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে দেখা যায়, নিচতলার গ্রীলের তালা ও একটি আলমারি ভাঙা অবস্থায় পড়ে আছে এবং আলমারিতে সংরক্ষিত প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।

চুরি হওয়া স্বর্ণের বিষয়ে মর্জিনা খাতুন বলেন, “আমার দুই মেয়ে ঢাকায় থাকে। ঢাকায় এতগুলো গহনা রাখা নিরাপদ মনে না হওয়ায় তারা আমার কাছেই রেখে গিয়েছিল। এখন মেয়েদের কী বলব—বুঝতে পারছি না।”

ছোট ভাই আকবর হোসেন খান চৌধুরী জানান, “সকালে ঘুম ভেঙে দেখি আমার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। পরে বড় ভাইকে ডেকে তালা খুলে দেখি, মায়ের ঘর তছনছ অবস্থায় পড়ে আছে। সেখানেই আমার দুই বোনের প্রায় ৩০ ভরি স্বর্ণের গহনা রাখা ছিল, যা সবই চোরেরা নিয়ে গেছে।”

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং চুরির ঘটনার তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।”

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন