৩০ ঘণ্টা পর সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ঢাকার কিশোর পর্যটক মাহিত আব্দুল্লাহর (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার ডিমের চরের কাছের নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সঙ্গে নদীতে নামার পর স্রোতে ভেসে নিখোঁজ হন মাহিত। এরপর কোস্ট গার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে তাকে উদ্ধারে তল্লাশি চালানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহিত ঢাকার মিরপুরে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. শেখ সুলতান মাহামুদ আসাদের পুত্র। তারা রাজধানীর শেখেরটেক এলাকার বাসিন্দা। পর্যটক দলে তাদের সঙ্গে আরও ৭০ জনের মতো সদস্য ছিলেন, যারা "এমভি দ্য এক্সপ্লোরার" জাহাজে চড়ে সুন্দরবনের কটকা, কচিখালী ও ডিমের চর ভ্রমণে গিয়েছিলেন।
দুর্ঘটনার পরপরই পর্যটক দল ভ্রমণ স্থগিত করে ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আব্দুল্লাহর বাবা, তার এক বন্ধু এবং জাহাজের দুজন স্টাফ ঘটনাস্থলে থেকে যান।
পর্যটক দলের সদস্য মো. আল আমীন জানান, “এই মর্মান্তিক ঘটনায় আমরা সবাই গভীর শোকাহত। আনন্দের ভ্রমণ হঠাৎ করেই বিষাদে পরিণত হয়েছে। মাহিতের মা লিমা বেগম দুঃসংবাদের পর থেকে কেবিনে নিজেকে বন্ধ করে রেখেছেন।”
শরণখোলা রেঞ্জের বন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, “রবিবার বিকেলে ঘটনাস্থলের কিছুটা দক্ষিণে মাছ ধরার সময় জেলেরা নদীতে মরদেহটি ভাসতে দেখে খবর দেয়। পরে কোস্ট গার্ড ও বনবিভাগের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।”
পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, মরদেহটি কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
এ ঘটনায় সুন্দরবনে পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
১১৩ বার পড়া হয়েছে