সর্বশেষ

রাজনীতি

আজ রাতের মধ্যে ফলাফল প্রকাশের আশা 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো প্রকাশিত হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতে ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চলছে।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশেদুল আলম জানান, “কেন্দ্রীয় সংসদের ভোট ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করা হচ্ছে। সময় সাপেক্ষ হলেও আমরা চেষ্টা করছি রাতেই ফলাফল প্রকাশ করতে।”

এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিকেল ৫টার মধ্যেই ২১টি হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়। তবে এখন পর্যন্ত সেগুলোর বিজয়ীদের তালিকাও প্রকাশ করা হয়নি।

নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল, বাম ছাত্রজোট, প্রগতিশীল ছাত্রজোট, স্বতন্ত্র জোটসহ চারটি প্যানেল ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোটার।

ফলাফল প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শেষ পর্যন্ত আজ রাতের মধ্যেই ফলাফল প্রকাশ সম্ভব হবে কি-না, সে বিষয়ে নির্বাচন কমিশন এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন