সর্বশেষ

সারাদেশ

নবগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, হাজারো দর্শকের ঢল

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই মনোমুগ্ধকর আয়োজন। প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়জুড়ে জড়ো হন হাজারো দর্শক।

জেলার ঐতিহ্যবাহী এই আয়োজনটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের উদ্যোগে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।

নবগঙ্গা নদীর বারইপাড়া খেয়াঘাট থেকে কাঞ্চনপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জুড়ে চলে প্রতিযোগিতা। এতে নড়াইল, খুলনা ও গোপালগঞ্জ জেলা থেকে মোট তিনটি নৌকা অংশ নেয়। পয়েন্ট ভিত্তিক তিন দফা প্রতিযোগিতার মাধ্যমে গোপালগঞ্জের সামাদ মুন্সীর নৌকা প্রথম স্থান অর্জন করে।

আয়োজক কমিটির সদস্য নাসির উদ্দিন জানান, কাঞ্চনপুর গ্রাম থেকে শুরু হয়ে প্রতিযোগিতা শেষ হয় বারইপাড়া ঘাটের নির্মাণাধীন সেতুর কাছে।

নৌকা বাইচ দেখতে আসা দর্শক মারজান ইসলাম বলেন, "নদীমাতৃক নড়াইলে দীর্ঘদিন পরে এমন আয়োজন হলো। আমরা খুব উপভোগ করেছি। এই ঐতিহ্য যেন আগামীতেও বজায় থাকে।"

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এসময় আরও উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে যাচ্ছে। তরুণ সমাজ মোবাইল, ফেসবুক, ইউটিউব, গেমসে আসক্ত হয়ে সময় নষ্ট করছে। এই সংস্কৃতি বদলাতে এবং লোকজ ঐতিহ্য ফিরিয়ে আনতেই নৌকা বাইচের আয়োজন করা হয়েছে।”

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন