সর্বশেষ

আন্তর্জাতিক

নেপালে সরকারবিরোধী বিক্ষোভে নিহত বেড়ে ২১

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দিনও জেনারেশন জি-এর আন্দোলন ও সহিংসতা আরও তীব্র আকার ধারণ করে।

মঙ্গলবার নতুন করে আরও দুইজনের মৃত্যুর পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। কাঠমান্ডুর সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেজমি জানান, বর্তমানে তাদের হাসপাতালে ৯০ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে সোমবার পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে প্রাণ হারান ১৯ জন, আহত হন শত শত মানুষ। আন্দোলনকারীরা সরকারের দুর্নীতি, দমননীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে রাস্তায় নামেন।

নিরাপত্তা বাহিনী জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট ও গুলির মাধ্যমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। সহিংসতার বিস্তার ঠেকাতে বিভিন্ন শহরে জারি করা হয়েছে কারফিউ।

তবুও আন্দোলন দমানো যায়নি। মঙ্গলবারও বিক্ষোভকারীরা রাজপথে অবস্থান নেন। চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

এখন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই আন্দোলন দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন