সর্বশেষ

সারাদেশ

হবিগঞ্জে গ্যাসকূপ থেকে মিলবে ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের দীর্ঘদিন বন্ধ থাকা ৩ নম্বর কূপ পুনরায় চালুর প্রস্তুতি চলছে।

কূপটিতে সফল ওয়ার্কওভারের পর দৈনিক ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাপেক্স ও পেট্রোবাংলা। আগামী ১০ বছরে কূপটি থেকে মোট ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে, যার বাজারমূল্য প্রায় ৪,৭০০ কোটি টাকা (বর্তমান এলএনজির দাম অনুযায়ী)।

কূপটি রিফ্রেশ করতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি টাকা। ইতোমধ্যে গ্যাস প্রবাহ নিশ্চিত হয়েছে, এবং গ্যাস সরবরাহে কোনো অবকাঠামোগত জটিলতা নেই, কারণ বিদ্যমান পাইপলাইন ও প্রসেস প্ল্যান্ট ব্যবহার করা যাবে।

১৯৯৪ সাল থেকে সচল থাকা এই কূপটি গত বছর বন্ধ হয়ে যায়। নতুন অনুসন্ধানে বড় একটি গ্যাস লেয়ার শনাক্ত হওয়ার পর পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি রশিদপুর-১১ ও ১৩ নম্বর কূপেও খনন কাজ চলছে, যা সফল হলে দেশীয় গ্যাস উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি আশা করা যাচ্ছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন