মহাখালীতে দুই ঘণ্টা অবরোধ শেষে সরলেন পরিবহন শ্রমিকরা

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে পরিবহন শ্রমিকদের অবরোধ দুই ঘণ্টা পর তুলে নেওয়া হয়েছে। এতে করে ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে দাঁড়ান বলে জানান ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউর রহমান। তিনি বলেন, “পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে আমরা বসেছিলাম। আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর পর শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়।”
এর আগে দুপুর দেড়টার দিকে হঠাৎ করেই মহাখালীর গুরুত্বপূর্ণ সড়কে বাস আড়াআড়ি করে রেখে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। ফলে নাবিস্কো থেকে মহাখালী রেলগেট পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার জানান, “তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সহায়তায় কাজ করছিলেন। এ সময় ‘একতা পরিবহন’-এর এক বাসচালকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জেরে চালক-শ্রমিকরা একতা পরিবহনের আরও কয়েকটি বাস আটকে দেয় এবং পরে উত্তেজনার মধ্যে সড়ক অবরোধ করে।”
শ্রমিকরা নাবিস্কো থেকে মহাখালী রেলগেট পর্যন্ত বিভিন্ন স্থানে বাস দাঁড় করিয়ে রাস্তা আটকে রাখেন। এতে করে বনানী, মহাখালী, তেজগাঁওসহ আশপাশের এলাকায় চরম যানজট দেখা দেয়।
দুই ঘণ্টা পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সড়কে যানবাহনের চাপ এখনও রয়ে গেছে।
১০৮ বার পড়া হয়েছে