সর্বশেষ

জাতীয়

পল্লী বিদ্যুৎ ইস্যুতে আন্দোলনে ‘দেশবিরোধী ইন্ধন’ রয়েছে: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের অসন্তোষ ও আন্দোলনের প্রেক্ষাপটে সমস্যা সমাধানে দুটি আলাদা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


একই সঙ্গে তিনি দাবি করেছেন, এই আন্দোলনে দেশবিরোধী কিছু মহলের ইন্ধন রয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের বদলির আদেশ বাতিল করে আগের কর্মস্থলে পুনঃপদায়নের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সাময়িক বরখাস্ত হওয়া কর্মীদের আগের পদে ফেরানোর নির্দেশও দেওয়া হয়েছে।

তিনি বলেন, “পল্লী বিদ্যুৎ কর্মীদের দাবির বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। অস্থিরতা সৃষ্টির কোনো প্রয়োজন নেই। আন্দোলনের ফলে বিদ্যুৎ সরবরাহ বা গ্রাহকসেবা ব্যাহত হলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।”

শফিকুল আলম দাবি করেন, “এই আন্দোলনের পেছনে কিছু দেশবিরোধী শক্তি ইন্ধন দিচ্ছে। সরকার এ বিষয়ে সজাগ রয়েছে।”

এর আগে, চার দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘গণছুটি’ পালনের ঘোষণা দেয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

তাদের চার দফা দাবি হলো:
১. পল্লী বিদ্যুৎ সমিতিকে কোম্পানিভুক্ত করা বা REB-পিবিএস একীভূতকরণে প্রজ্ঞাপন জারি, পাশাপাশি সব অনিয়মিত/চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ এবং অন্যায়ভাবে বরখাস্ত বা বদলি হওয়াদের পুনর্বহাল।
২. ১৭ আগস্ট ২০২৫ থেকে বরখাস্ত বা সংযুক্ত হওয়া কর্মীদের আদেশ বাতিল করে আগের কর্মস্থলে পদায়ন।
৩. জরুরি সেবায় নিয়োজিত লাইনক্রুদের জন্য নির্ধারিত কর্মঘণ্টা এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে বদলিকৃত কর্মীদের আগের জায়গায় ফিরিয়ে দেওয়া।
৪. REB-এর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
সরকার বলছে, এ আন্দোলনের যৌক্তিক দিকগুলো বিবেচনায় নিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে, তবে অপশক্তির উসকানিতে জনদুর্ভোগ বাড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন