সর্বশেষ

জাতীয়সিঙ্গাপুরে হচ্ছে না শরিফ ওসমান হাদির প্রথম জানাজা
শাহবাগের কর্মসূচি স্থগিত, বাংলামটর থেকে এনসিপির বিক্ষোভ মিছিল
বিএনপির সব কর্মসূচি স্থগিত, রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক
পত্রিকা অফিসে হামলায় মির্জা ফখরুলের নিন্দা, দায় সরকারের বলে মন্তব্য
হাদির হত্যা প্রতিবাদে সকালেও শাহবাগে ঢল, স্লোগানে উত্তাল রাজধানী
আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
হাদির মৃত্যুতে সারাদেশে বাদ জুমা দোয়া ও কফিন মিছিল
হাদি হত্যার প্রতিবাদে নড়াইল ও মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাএমবাপের জোড়া গোলে তালাভেরার বিপক্ষে হাড্ডাহাড্ডি জয়
সারাদেশ

মাদ্রাসা সুপারকে স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহরে সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার সাময়িক বরখাস্ত হওয়া সুপারিনটেনডেন্ট মো. আব্দুল ওয়াহ্হাবকে স্থায়ীভাবে অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। মাদ্রাসার অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপী এই মানববন্ধনে শতাধিক অংশগ্রহণকারী ছিলেন। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

পুরোনো অভিযোগ, নতুন ক্ষোভ
২০১০ সালে মাদ্রাসায় যোগদানের পর থেকে আব্দুল ওয়াহ্হাবের বিরুদ্ধে একাধিক অনিয়ম, দুর্নীতি, এবং নৈতিক স্খলনের অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে তিনি ২০১৭ সালে সাময়িক বরখাস্ত হন। তবে গত ১৯ আগস্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে জারি করা একটি নির্দেশনায় তাঁকে পুনর্বহালের আদেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকরা।

মানববন্ধনে যেসব অভিযোগ উঠেছে
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ, নারী সহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন ওয়াহ্হাব। শিক্ষার্থীরা জানান, তাঁর পুনর্বহাল হলে তারা আর মাদ্রাসায় পড়াশোনা করবে না।

শিক্ষার্থীদের উদ্বেগ
সিনথিয়া, সাদিয়া ও জান্নাতুল ফেরদৌস নামের কয়েকজন শিক্ষার্থী জানান, ওয়াহ্হাব স্যারের আচরণ ও অতীত কর্মকাণ্ডের কারণে তাঁরা মাদ্রাসায় নিজেদের অনিরাপদ মনে করেন। তাঁরা বলেন, "একজন শিক্ষক হিসেবে যিনি নিজেই অনৈতিক কাজে জড়িত, তাঁর কাছে নিরাপদভাবে শিক্ষাগ্রহণ অসম্ভব।"

প্রশাসনের প্রতিক্রিয়া
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, তিনি স্মারকলিপি পেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন। প্রয়োজনীয় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

অভিযুক্তের বক্তব্য
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাময়িক বরখাস্তকৃত সুপার মো. আব্দুল ওয়াহ্হাব বলেন, “আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। ওরা যা ভালো মনে করে তাই করুক।”

২৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন