আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ

শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি মানবিক ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান ত্রাণসামগ্রী নিয়ে আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশুদের জন্য বিশেষ খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, বিশুদ্ধ পানীয় জল ও প্রয়োজনীয় ওষুধপত্র।
গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ। আহত হয়েছেন অন্তত ৩ হাজার। এছাড়া ধ্বংস হয়েছে প্রায় ৮ হাজার ঘরবাড়ি।
এই মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশনায় বাংলাদেশ সরকার জরুরি ভিত্তিতে সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেয়। সমন্বিত এই উদ্যোগে অংশ নিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল গ্রুপ।
বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগ আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
১২৮ বার পড়া হয়েছে