ধর্ষণের হুমকি: ঢাবির ছাত্র আলী হুসেন ৬ মাসের জন্য বহিষ্কার

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেন (শ্রেণি রোল: ৫৪, রেজিস্ট্রেশন নম্বর: ২০২০২১২৭৬৮), শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক, সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নারী শিক্ষার্থীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও হুমকিসূচক মন্তব্য করেন। বিষয়টি তদন্তে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে বিশ্ববিদ্যালয় অর্ডার অনুযায়ী ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এটি প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি।
এছাড়াও, আলী হুসেনের বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী কমিটিতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সূত্রপাত হয়, যখন আলী হুসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি এসএম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিটকারীর বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে এসএম ফরহাদ বলেন, "রাজনৈতিক ও আদর্শিক মতভেদ থাকা স্বাভাবিক, তবে তা কখনোই ব্যক্তিগত আক্রমণ কিংবা ধর্ষণের হুমকির মতো জঘন্য আচরণের রূপ নিতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে—অভিযুক্তের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের।"
১১৫ বার পড়া হয়েছে